গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •
টেকনাফের নাফনদে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে মাদক কারবারীদের ফেলে যাওয়া ২ লাখ,১০ হাজার ইয়াবাভর্তী ২টি বস্তা উদ্ধার করেছে।
তবে এসময় কোন মাদক কারবারীকে আটক করতে পারেনি তারা।
১৬ জানুয়ারি (সোমবার) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের মাধ্যমে কোস্টগার্ড দিবাগত গভীর রাত ২টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্বজোন অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ শাখায় কর্মরত সদস্যরা সাবরাং ইউপি নোয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করার সময় মিয়ানমার সীমান্ত হতে মাদকের চালান বহনকারী একটি ডিঙ্গি নৌকা বাংলাদেশ জলসীমায় প্রবেশ করতে দেখে নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড’র অভিযানিক দল নৌকাটিকে থামার জন্য সংকেত দেয়। নৌকায় থাকা কারবারীরা কোস্ট গার্ড এর উপস্থিতি টের পেয়ে নৌকা থেকে ২টি হলুদ রংয়ের প্লাস্টিকের বস্তা পানিতে ফেলে দিয়ে দ্রুতগতিতে মিয়ানমার জলসীমায় সীমানার দিকে পালিয়ে যায়।
পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা বস্তা গুলো পানি থেকে তোলার পর বস্তার ভিতর থেকে ২লাখ, ১০ হাজার পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়।
জব্দকৃত ইয়াবার চালানটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-