রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন রিয়ার এ্যাডমিরাল

ইমরান আল মাহমুদ:
চারদিনের সফরে বাংলাদেশে এসেছে যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল এইলেন লবাখের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। রবিবার (৮ জানুয়ারি) ঢাকায় এসে সফরের শুরুর কর্মসূচিতে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবির পরিদর্শন করে প্রতিনিধিদলটি।

সকাল ১১টায় ক্যাম্প-১২ তে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর ডাটা এন্ট্রি কার্যক্রম পরিদর্শন করেন। সেখান থেকে ক্যাম্প-১৮ তে রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতি কেন্দ্র,একই ক্যাম্পে বিভিন্ন ব্লকে অবস্থিত দুইটি লার্নিং সেন্টার, ক্যাম্প-১৭ তে বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত ই-ভাউচার আউটলেট কার্যক্রম পরিদর্শন করেন।

দুপুরে প্রতিনিধিদলটি ক্যাম্প-৪ এ রোহিঙ্গাদের বিভিন্ন গ্রুপের সচেতনতামূলক কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় করেন। পরে ক্যাম্প থেকে এসে রাজাপালং ইউনিয়নে বেসরকারি সংস্থা কর্তৃক স্থানীয় লোকদের বিভিন্ন ধরনের সেলাই প্রশিক্ষণ প্রদান এবং উৎপাদিত পণ্য আড়ং এ সরবরাহ করার প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখেন। পরিদর্শন শেষে ৩টায় প্রতিনিধিদলটি কক্সবাজারের উদ্দেশ্যে উখিয়া ত্যাগ করেন।