টেকনাফে শীর্ষ মাদক কারবারী রাসেল গ্রেফতার: মিললো ৫০ হাজার ইয়াবা

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •

টেকনাফ সাবরাং ইউপির শীর্ষ মাদক কারবারী রাসেল পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। এসময় পুলিশের অভিযানিক দল তার বসতবাড়ীতে মওজুদ করে রাখা ৫০ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদে পুলিশ জানতে পারে গ্রেফতারকৃত আসামীর বসতবাড়ীতে একটি মাদকের চালান মওজুদ রয়েছে।উক্ত সংবাদের তথ্য অনুযায়ী ১০ জানুয়ারী(মঙ্গলবার) খ্রিঃ ভোর ৫ টার দিকে পুলিশের চৌকষ একটি দল সাবরাং ইউনিয়ন সিকদার পাড়া এলাকার মৌলভী গফুর পুত্র শীর্ষ মাদক কারবারী মো.রাসেল (৩১)কে আটক করে।

এসময় পুলিশ সদস্যরা উক্ত বাড়ীতে তল্লাশী করে বসতবাড়ীর পাশে একটি কাঠের স্তুপে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৫০ হাজার ইয়াবা জব্দ করতে সক্ষম হয়।

ওসি আরও বলেন, ধৃত মাদক কারবারীর বিরুদ্ধে টেকনাফ থানাসহ চট্রগ্রামের বেশ কয়েকটি থানায় মাদক,মানব পাচারসহ প্রায় ১৪টি মামলা বিচার প্রক্রিয়াদ্বীন রয়েছে।

ধৃত আসামী একজন পেশারদার অপরাধী ও মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার পর পরবর্তী কার্যক্রম শেষ করার জন্য বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে বলেও জানান তিনি।