তুমি আমার হলে প্রিয়া: তোফায়েল আহম্মেদ


তুমি আমার হলে প্রিয়া
গৃহহীন আমাদের একটি ঘর হবে।
সে ঘর মোটেও কুঁড়েঘর নয়,
মূল সড়ক থেকে খুব বেশি দূরে নয়,
পাহাড়ের পাদদেশে সে ঘরখানি,
ঘরের পাশেই মিলিবে বিশুদ্ধ
নলকূপের খাবার পানি।
সামনে ছোট পুকুর থাকবে,
সাথে পুকুরভরা মাছ থাকবে,
রোজ কলমিলতা ভাষবে।
তুমি আমার হলে প্রিয়া,
সুখে বসত করবো সে ঘরে তোমারে নিয়া,
তোমার খোঁপায় বুনো ফুল গুঁজিয়া,
তোমারে করিব বিয়া।
একটি বাড়ি একটি খামার প্রকল্প থেকে
স্বল্পসুদে ঋণ নিয়া,
জমি লিজ নিয়ে পানের বরজ করিবো,
অথবা চাষ করিবো ফসল বুনিয়া,
অর্থ আয় করবো, অভাব ঘুচিবো।
তুমি আমার হলে প্রিয়া,
আমি আর গৃহহীন রইবো না,
বেকার হয়ে পথে পথে ঘুরিবো না
অবহেলায় সময় কাটাইবো না।
নেশা পানি মোটেও করিবো না

তুমি আমার হলে প্রিয়া,
আমাদের নামে একটি সেমি পাকা ঘর হবে
কর্তৃপক্ষের বিশেষ বিবেচনায় ঘর বরাদ্দ হবে।
গৃহহীনের পুর্নবাসন হবে,
আত্মকর্মসংস্থানের সুব্যবস্থ্যাও হবে।
আমি বখাটেপনা একদম ছেড়ে দেবো।
ঘরসংসারে মন দেবো,
তুমি আমার হলে প্রিয়া।

বিশেষ দ্রষ্টব্য: একজন গৃহহীন ও বেকার অথচ আশাবাদী যুবকের কল্পনার আলোকে লেখা কবিতা।