ঈদগাঁওর ব্যবসা প্রতিষ্টানে নেই মূল্য তালিকা : ব্যবস্থার দাবী

ফাইল ছবি

এম আবুহেনা সাগর,ঈদগাঁও

জেলা সদরের ব্যস্তবহুল বানিজ্যিক উপশহর ঈদগাঁওর কাঁচাবাজার ও মুদির দোকানে নেই পণ্যের মূল্য তালিকা। এ নিয়ে বিপাকে পড়েছে ক্রেতা সাধারন। ঈদগাঁও বাজারের প্রধান কাঁচা বাজার, মুদির দোকানসহ পাশ্বর্বতী উপবাজারের দোকান গুলোতেও একই অবস্থা বললেই চলে। দ্রব্য সামগ্রীর মূল্যের তালিকা টাঙ্গানো হয়নি এখনো। এমনকি ঈদগাঁওর কাঁচাবাজারসহ পুরো বাজার এলাকায় এখনো পর্যন্ত পন্যমূল্যের তালিকা না থাকায় হতাশ হয়ে পড়েছেন বৃহত্তর এলাকার বিশাল জনগোষ্টি। তারা এসব পন্য সামগ্রী ন্যায্য দামে কিনতে পারছেনা। দামের ক্ষেত্রে কমবেশি নিচ্ছে বলে মনে করেন ক্রেতারা। এতে অযথা হয়রানির শিকার হচ্ছে মানুষজন।

জানা যায়, দীর্ঘবছর ধরে ঈদগাঁও বাজারে খুচরা ও পাইকারি বিক্রেতারা দ্রব্যমূল্যের তালিকা না টাঙ্গানোর ফলে নানা ভাবে হিমশিম খাচ্ছে ক্রেতা বিক্রেতারা। আবার কাঁচাবাজার ও মুদির দোকানে  ডিজিটাল ওজন পরিমাপক মেশিন স্থাপন ছাড়াও অনেক দোকানে পূর্বেকার আমলের সীল পালদা দিয়ে ওজন পরিমাপ করে চলছে দেদারছে।

বাজার ঘুরে দেখা যায়, ঈদগাঁওর কাঁচাবাজার,মুদির দোকানসহ বেশি ভাগই দোকানে সঠিক পন্যমূল্যের তালিকা এখনো টাঙ্গায়নি। যার কারনে,পন্যসামগ্রী কিনতে গিয়ে বেকায়দায় পড়ছে গ্রামাঞ্চলের ক্রেতাগন।

এদিকে এক ব্যবসায়ী নেতা জানান,মূল্য তালিকা টাঙ্গানোর নিদের্শনা থাকলেও এখনো ঈদগাঁও বাজারে তালিকা উঠেনি ব্যবসায়ীক প্রতিষ্টানে।

দুয়েক মুদির দোকান ব্যবসায়ীর সাথে কথা হলে তারা কোন প্রকার সদুত্তর দিতে পারেনি।

অন্যদিকে কজন ব্যবসায়ী জানান, দ্রব্যমূল্যের দাম একেক দিন একের দামের হওয়ায় সঠিক দামে মুল্য তালিকা দিতে পারছেনা।

তবে সচেতন মহলের মতে, ঈদগাঁও বাজারে মুদির দোকান,কাঁচাবাজারে পন্যমুল্যের তালিকা টাঙ্গানো আর ওজন পরিমানে ডিজিটাল মেশিন ব্যবহার করার প্রতি আহবান জানান। এ বিষয়ে সংশ্লিষ্ট কতৃপর্ক্ষের জরুরী হস্তক্ষেপও কামনা করেন।