উখিয়ায় ২৪ ঘন্টায় ১২ ঘন্টা লোডশেডিং

মুহাম্মদ হানিফ আজাদ, উখিয়া •

উখিয়ায় পল্লী বিদ্যুতে ২৪ ঘন্টায় ১২ ঘন্টা লোডশেডিং চলছে। তীব্র তাপদাহের মধ্যেও দীর্ঘসময় জুড়ে লোডশেডিং করা হচ্ছে। ফলে অনেক এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। একদিনে যেমন গরমের কারণে বিদ্যুৎহীন অবস্থায় ঘরে থাকা যাচ্ছে না।

বিদ্যুৎ লোডশেডিং এর ভয়াবহর কথা জানালেন উখিয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম রুহুল আমিন।

তিনি বলেন, ঘন্টার পর ঘন্টা লোডশোডিং করতে হচ্ছে। বিদ্যুৎ’র চাহিদা রয়েছে ৩৫ মেগাওয়াট সরবরাহ পাচ্ছি ১২ মেগাওয়াট যার ফলে ২৪ ঘন্টার মধ্যে ১২ ঘন্টা লোড শোডিং করতে হচ্ছে।

ভোক্তভোগীদের অভিযোগ, এই তীব্র গরমে উখিয়ায় পল্লী বিদ্যুৎ’র ৬৮ হাজার গ্রাহক দূর্ভোগ পোহাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার কথা বললেও উখিয়ার পল্লী বিদ্যুৎ’র দায়িত্ব প্রাপ্ত ওয়্যারিং ইন্সপেক্টর গোপাল দাশ এর কারণে উখিয়ায় প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ এখানো পৌছেনি।

স্বয়ং পল্লী বিদ্যুৎ এর অফিস সূত্রে জানা গেছে তাকে টাকা না দিলে কোন লাইন সংযোজন করা হয়না। এবং বিদ্যুৎ পাওয়ার জন্য আবেদন গুলো তার টেবিলে দিনে পর দিনে পড়ে রয়েছে বলে জানা যায়।