উখিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা


বার্তা পরিবেশক  :
অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উখিয়া সহকারী কমিশনার (ভুমি) একরামুল ছিদ্দিক মঙ্গলবার দুপুরে উখিয়ার জালিয়াপালং রেজু খাল থেকে বালু উত্তোলন করার সময় জালিয়াপালং লম্বরীপাড়ার গুরা মিয়ার পুত্র সুজন উদ্দিন কে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) বিধানমতে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা)জরিমানা আদায় করা হয়। গাড়ী নং- চট্টমেট্রো: ড-২০৭।

জরিমানার টাকা সরকারি কোষাগারে চালানের মাধ্যেম জমা করা হল এবং ভবিষ্যতে এই কাজ করবেনা মর্মে মুচলেকা ও আদায় করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) একরামুল ছিদ্দিক জানান, অপরাধীদের কোন ছাড় নেই। অবৈধভাবে খাল, বিল, ছড়া থেকে বালু উত্তোলনের ফলে পরিবেশ বিপর্যয় ঘটে, ফসলী জমি ভেঙ্গে যায়, ব্রীজ, কালভার্ট এর ক্ষতি হয় এবং সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয়।

জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে সবাইকে সহযোগিতার আহবান জানান।