উখিয়ায় ইভটিজিংয়ের দ্বায়ে সভাপতির কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক – কক্সবাজারের উখিয়ায় লুঙ্গি খুলে শিক্ষিকাকে শরীর প্রদর্শনের দায়ে স্কুল পরিচালনা কমিটির সভাপতি দিনেশ বড়ুয়াকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের পূর্ব পাইন্যাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার দুপুর ১২টায় উখিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিকের আদালত এই সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত দিনেশ বড়ুয়া জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া গ্রামের উদয় বড়ুয়ার ছেলে।

অভিযোগকারী স্কুল শিক্ষিকা বলেন, গত ১১ ফেব্রুয়ারি ক্লাস চলাকালীন স্কুল আঙিনার নলকূপে স্কুল সভাপতি দিনেশ অর্ধনগ্ন হয়ে গোসল করছিলেন। এতে শিক্ষার্থী ও শিক্ষিকারা বিব্রতকর পরিস্থিতিতে পড়েন।

ওই স্কুল শিক্ষিকা তাকে আপত্তিকরভাবে গোসলে নিষেধ করতে যান। এতে ক্ষিপ্ত হয়ে অসংলগ্ন ভাষায় গালমন্দ করতে থাকেন দিনেশ বড়ুয়া। এমনকি লুঙ্গি খুলে শরীর প্রদর্শন করে অশালীন অঙ্গভঙ্গি এবং আপত্তিকর কথাবার্তা বলতে থাকেন তিনি।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে পাইন্যাশিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকারা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে স্কুল সভাপতি দিনেশ বড়ুয়াকে আদালত আজ এ সাজা প্রদান করেন।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের সাজা প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।