উখিয়ায় তারুণ্য সোসাইটি পক্ষ থেকে দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রকে ১৫ হাজার টাকার চেক প্রদান

পিএন২৪ – উখিয়ার কোটবাজারের একমাত্র সমাজ সেবা মূলক প্রতিষ্ঠান তারুণ্য সোসাইটির পক্ষ থেকে হলদিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম পূর্ব পাইন্যাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির দৃষ্টি প্রতিবন্ধী মেধাবী ছাত্র মোঃ শাহীনকে ১৫ হাজার টাকা চেক প্রদান করেছে। সে পূর্ব পাইন্যাশিয়া দিন মজুর দিল মোহাম্মদের ছেলে বলে জানা গেছে।

চেক হস্তান্তর অনুষ্ঠানে হলদিয়া পালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম বলেন উক্ত দৃষ্টি প্রতিবন্ধীর ছাত্রের ভবিষ্যত চিকিৎসা ও পড়ালেখার যাবতীয় ব্যয় ভার কোটবাজার ঐহিত্যবাহী স্বেচ্ছাসেবামূলক সংগঠণ তারুন্য সোসাইটির সদস্যরা অসহায় একজন দৃষ্টি প্রতিবন্ধীরর প্রতি সাহায্যের হাত প্রসারিত করায় সকলে প্রসংশার দাবীদার। ভবিষ্যতে অসহায় নিপীড়িত বঞ্চিতদের পাশে দাড়ানোর আহবান জানান।

সম্প্রতি তারুণ্য সোসাইটির সভাপতি আবদুল্লাহ আল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক হস্তান্তর অনুষ্টানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোসাইটির পরিচালক শরীফ মাহমুদ শাহজাদা, এসময় আরো উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক শামশুল আলম মানিক ও যোগাযোগ বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন।

উল্লেখ্য যে, ইতোপূর্বে দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্র মোহাম্মদ শাহীন কে তার দৃষ্টি ফিরিয়ে দেয়ার লক্ষে কক্সবাজার কমিউনিটি চক্ষু হাসপাতালে চিকিৎসা সেবাসহ চশমা প্রদান করা হয়।

উক্ত মহতী কাজে দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র মোহাম্মদ শাহীনের পাশে এসে দাড়ানোর জন্য তারুণ্য সোসাইটিকে অনুপ্রেরণাসহ উক্ত সংগঠনের হাতে তুলে দিয়েছিলেন পূর্ব পাইন্যাশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তারই সম্মানীতা প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) মনোয়ারা বেগম।