উখিয়ায় বসতবাড়িতে আগুন

এম. সালাহ উদ্দিন আকাশ, উখিয়া :

কক্সবাজারের উখিয়ায় বসতবাড়ির খড়ের গাদায় আগুন লেগে ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে দশটি পরিবার।

রবিবার (২৭ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

উপজেলার রাজাপালং ইউনিয়নের জাদিমোড়া গ্রামের বদি আলমের বসতভিটায় খড়ের গাদায় আগুনের ধোঁয়া দেখতে পেয়ে বাচ্চারা চিৎকার করলে বদি আলম দেখতে পান আগুনের শিখা। তিনি পরিবারের সদস্যদের নিয়ে আগুন নিয়ন্ত্রণে নেমে পড়েন এবং ফায়ার সর্ভিসকে খবর দেন।

খবর পেয়ে উখিয়া ফায়ার স্টেশন অফিসার জহিরুল ইসলামের নেতৃত্বে একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ফলে বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পেল দশটি পরিবার।

প্রত্যক্ষদর্শী ও বদি আলমের পরিবারের সদস্যরা জানান, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে শিশুরা খেলতে গিয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

জহিরুল ইসলাম বলেন, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে এসেছি এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করেছি ফলে বড় ধরনের কোন দূর্ঘটনা ঘটেনি।

দ্রুত সময়ে ফাইয়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করায় উপস্থিত সকলে তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।