উখিয়ায় বিপুল পরিমাণে মিয়ানমারের সিগারেটসহ আটক-১

কক্সবাজার জার্নাল ডটকম :

কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মিয়ানমারের সাড়ে ৫২ হাজার পিস সিগারেটসহ মোহাম্মদ জাফর আলম (৩৪) নামে একজনকে আটক করেছে র‌্যাব সদস্যরা। আটক রোহিঙ্গা উখিয়া কুতুপালংয়ের পূর্বপাড়ার মীর কাশেম আলীর ছেলে।

সোমবার রাত ১০ টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ানের (র‌্যাব-৭) টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লেঃ মির্জা শাহেদ মাহতাব এক্স বিএন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার বিকালে উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিষিদ্ধ মিয়ানমারের সিগারেট বিক্রি হচ্ছে, এমন খবর পেয়ে তিনিসহ র‌্যাবে একটি দল ক্যাম্পের পাশে ‘আল্লাহর দান ষ্টোর’ নামক একটি দোকানে অভিযান পরিচালনা করে। এসময় দোকানে তল্লাশি চালিয়ে মিয়ানমারের নিষিদ্ধ ৫২ হাজার ৪০০পিস সিগারেট উদ্ধার করে। এ ঘটনায় জাফর আলমকে আটক করা হয়।

উদ্ধার সিগারেটের দাম ৫ লাখ টাকা। এ বিষয়ে আটক ব্যাক্তিকে সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে উখিয়া থানায় সোর্পদ করা হয়েছে বলে জানায় এই কর্মকর্তা।