উখিয়া-টেকনাফবাসীর অধিকার ও অস্তিত্ব রক্ষায় চট্টগ্রামে মানববন্ধন রবিবার

সংবাদ বিজ্ঞপ্তি :

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন, পরিবেশ রক্ষা, এনজিওতে স্থানীয়দের শিক্ষাগত যোগ্যতা শীতিল পূর্বক অগ্রাধিকারের ভিত্তিতে চাকরি নিশ্চিত এবং ছাঁটাইকৃতদের পুনঃবহালের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে (জামালখান) রবিবার বিকাল ৩টা ৩০ মিনিটে মানববন্ধনের ডাক দিয়েছে চট্টগ্রামস্থ উখিয়া সমিতি।

চট্টগ্রামস্থ উখিয়া সমিতির সভাপতি এ্যাডভোকেট ছমিউদ্দিন শনিবার গণমাধ্যমে পাঠানে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে চট্টগ্রাম শহরে বসবাসরত উখিয়া-টেকনাফের সকল পেশাজীবি ও ছাত্রছাত্রীদের অধিকার ও অস্তিত্ব রক্ষার আন্দোলনে অংশ নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।