কক্সবাজারকে আরও পর্যটকবান্ধব করতে ১০টি পরিকল্পনা!

ইমরান আল মাহমুদ:
কক্সবাজারকে আরও পর্যটকবান্ধব করতে ১০টি পরিকল্পনা গ্রহণ করেছে ট্যুরিস্ট পুলিশ।

বৃহস্পতিবার(১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন কনফারেন্স হলে সি সেইফ লাইফগার্ডদের ফোল্ডেবল স্ট্রেচার বিতরণ অনুষ্ঠানে এসব পরিকল্পনা ব্রিফিংয়ের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের জানানো হয়।

পরিকল্পনা গুলো নিম্নরূপ:
১।পর্যটন সম্পর্কিত সকল সেবা একই ওয়েব পোর্টালে প্রকাশ।
২। অটো/সিএনজি চালকদের আলাদা পোশাক,আইডি কার্ড ও ভাড়া নির্ধারণ পূর্বক পর্যটক বান্ধব করা।
৩। হোটেল মোটেল জোনে স্থানীয় কিশোরদের প্রবেশ সীমিত করা।
৪। পর্যটন সম্পর্কিত সকল স্টক হোল্ডারদের আইডি কার্ড ব্যবহার নিশ্চিত করা।
৫। বাসসহ সকল পরিবহনে পর্যটক সচেতনতায় স্টিকার লাগানো।
৬। সকল স্টক হোল্ডারদের ডাটাবেজের আওতায় আনা।
৭। আইনশৃঙ্খলা রক্ষায় কিশোর গ্যাং ও ছিনতাই চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা।
৮। বীচ হারানো ও দলছুট শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপন।
৯। ব্রেস্ট ফিডিং সেন্টার স্থাপন।
১০। ফটোগ্রাফার/অটোচালক/কিটকট বয়দের নিয়মিত প্রশিক্ষণ