কক্সবাজারে প্রশাসনের অভিযান, ১০ কোচিং সেন্টারে তালা

নিজস্ব প্রতিবেদক :


নির্দেশ না মেনে কক্সবাজারের কিছু কোচিং সেন্টার এখনো সচল রয়েছে। এদিকে অভিযান চালিয়ে ১০ কোচিং সেন্টার বন্ধ করেছে জেলা প্রশাসন।

সোমবার (২৮ জানুয়ারী) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সেলিম শেখ এ অভিযান পরিচালনা করেন। এসময় শহরের কয়েকটি কোচিং সেন্টারে তালা ঝুলিয়ে দেন তিনি।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট সেলিম শেখ বলেন, নির্দেশ না মেনে যারা এখনো কোচিং সেন্টার চালু রেখেছেন তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছি। সচল ১০ কোচিং সেন্টার বন্ধ করা হয়েছে।

তিনি আরও জানান, আগামী একমাস সরকারের কোচিং সেন্টার বন্ধের যে নির্দেশ তা মেনে চলার কথা বলেছি। অন্যথায় আইনি ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য যে, আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষার জন্য দেশের সকল কোচিং সেন্টার টানা একমাস বন্ধের নির্দেশ দেয় সরকার। সম্প্রতি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ২৭ জানুয়ারী থেকে ২৭ ফেব্রুয়ারী পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি করেন।