কক্সবাজারে ফেন্সিডিলসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

কক্সবাজার জার্নাল ডটকম :

কক্সবাজারে তিন মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ওসময় তালিকাভূক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী কেরামতকে আটক করে অভিযানকারিরা।

রোববার (২৭ জানুয়ারী) রাতে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সোমেন মন্ডল। আটক কেরামত আলী (৩৭) কক্সবাজার শহরের পশ্চিম বাহারছড়ার মৃত ফজল করিমের ছেলে।

সোমেন মন্ডল জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা বিভিন্ন প্রকার মাদকদ্রব্যের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এমন খবর পেয়ে রোববার রাতে এলাকার শীর্ষ ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত এস.এ. কাজল, মো. আলী ও কেরামত আলীর বাড়িতে তল্লাসী চালানো। ওসময় টের পেয়ে কাজল ও মো. আলীসহ অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। ওসময় শীর্ষ মাদক ব্যবসায়ী কেরামত আলীকে ৬টি ফেনসিডিলসহ আটক করা হয়।
এঘটনায় মাদক আইনে মামলা করে কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ীদের শক্তিশালী একটি সিন্ডিকেট গড়ে উঠে। তারা আইনশৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পর্যটনকে টার্গেট করে নির্বঘ্নে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।

সোমেন মন্ডল বলেন, অভিযান শুরু হয়েছে, সকল মাদক ব্যবসায়ীকে দ্রুত আইনের আওতায় আনা হবে।