কক্সবাজার সরকারি কলেজে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন

কক্সবাজার সরকারি কলেজে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল পালিত হয়েছে।

গতকাল বুধবার (০২ নভেম্বর) সকাল ১০:০০ টায় কলেজের প্রশাসনিক ভবনের ২০৪ নং কক্ষে উক্ত মিলাদ অনুষ্ঠিত হয়।

বার্ষিক মিলাদ- ২০২২ পালন কমিটির আহ্বায়ক ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মোহাং রেজা খান হেলালীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ গিয়াস উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতে ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. সুজিত কুমার দে, শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ কাসেম। হযরত মুহাম্মদ (স.) এর জীবনী নিয়ে মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রহমত সালাম।

উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-কর্মকর্তা, কর্মচারীসহ বিপুল শিক্ষার্থী অংশগ্রহণ করে।

উল্লেখ্য, বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল উপলক্ষ্যে কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে “আদর্শ জীবন গঠনে মহানবী হযরত মুহাম্মদ (স.)” শীর্ষক রচনা প্রতিযোগিতা, ক্বেরাত, হাম্দ ও নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে স্বতস্ফূর্তভাবে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং এতে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক নুরুল হামিদ।