কর্মবিরতিতে নাইক্ষ্যংছড়ির স্বাস্থ্য সহকারীরা

মুফিজুর রহমান, নাইক্ষ্যংছড়ি :


বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার স্বাস্থ্য সহকারীরা বেতন বৈষম্য নিয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে রয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সাড়ে ১১টায় নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে কর্মবিরতি পালন শুরু করেন উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত স্বাস্থ্য সহকারীরা।

এসময় নাইক্ষ্যংছড়ি উপজেলা সমন্বয়ক দাবী বাস্তবায়ন পরিষদ আহ্বায়ক পল্লব বড়–য়া (এইচ,আই) বলেন, স্বাস্থ্য পরিদর্শক, সহকারি স্বাস্থ্য পরির্দশক ও স্বাস্থ্য সহকারিদের নিয়োগবিধি সংশোধন করে তাদের বেতন চলমান ১৬ গ্রেড থেকে যথাক্রমে ১১, ১২ও ১৩তম গ্রেডে উন্নীত করতে হবে। এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য সহকারি এসোসিয়েশন সাধারণ সম্পাদক মোঃ শাহ্ জাহান (এইচ,এ), আব্দুর রহিম, কামরুল হাসান, বেলাল উদ্দীন, ফাতেমা বেগম, চিং হ্লা য়ো চাক্, হ্লা মং চিং, বিউরি মার্মা, উম্মে হাবীবা প্রমূখ।

উল্লেখ্য, নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের পক্ষ থেকে কর্মবিরতি ঘোষণা করেছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন (বিএইসএএ)। এই ঘোষণা অনুযায়ী নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে কর্মবিরতি পালন করে স্বাস্থ্য সহকারীরা।