কেউ মনে রাখে না – সাবেক মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলম’র কবিতা

সাবেক মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের একটা কবিতা দেশ জুড়ে ভাইরাল হয়েছে। ১৫ মার্চ সকালে (বাংলাদেশ সময়) নিউইয়র্কে থেকে তিনি তাঁর ফেইসবুকে এই কবিতাটি লিখেন। মন্ত্রিপরিষদ সচিব থেকে অবসরে যাওয়ার পরে শফিউল আলম বর্তমানে তিন বছরের চুক্তিতে নিউইয়র্কে বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ হিসেবে দায়িত্ব পালন করছেন । বর্তমানে তিনি আমেরিকায় বসবাস করছেন।

পাঠকদের জন্য কবিতাটি হুবহু তুলে ধরা হলো।

কেউ মনে রাখে না
শফিউল আলম

চাকুরির অবসরে
জীবনের অবসানে
কেউ মনে রাখে না।

ভালবাসা ফুরালে
মনের ঠাঁই হারালে
কেউ মনে রাখে না।

দাপুটের দাপাদাপি
স্বজনের লাফালাফি
কেউ মনে রাখে না।

রবিটা ডুবে গেলে
গোধূলিটা মিলালে
কেউ মনে রাখে না।

সুসময় শেষ হলে
দুঃসময় নেমে এলে
কেউ মনে রাখে না।