দুই কেজি আইস সহ টেকনাফের কারবারী মেহেদীকে ধরলো বিজিবি!

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •


টেকনাফের নাফ নদীর উপকুলে গড়ে উঠা কেওড়া বাগানে বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে ২ কেজি ১১২ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে।

এসময় মো.মেহেদী হাসান নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয় বিজিবি।

ধৃত যুবক হচ্ছে, টেকনাফ পৌরসভার খাংকার ডেইল এলাকার বাসিন্দা।

টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ প্রেস বার্তার পাঠিয়ে অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, ৬ জুন (মঙ্গলবার) ভোরে টেকনাফের সাবরাং ইউনিয়ন আলু গোলা নামক প্রজেক্ট সংলগ্ন নাফনদীর উপকুলে গড়ে উঠা কেওড়া বাগান থেকে আইসের এই চালানটি উদ্ধার করে।

তিনি আরও জানান, নাফ নদী হয়ে মিয়ানমার থেকে মাদকের একটি চালান সাবরাং উপকুলে প্রবেশ করবে। উক্ত সংবাদের তথ্য অনুযায়ী সীমান্তে কর্মরত বিজিবির দুটি দল ঘটনাস্থলে অভিযান যায়।
এ সময় নদীর কিনারা দিয়ে এক যুবকের সন্দেহ জনক ঘুরাফেরা দেখে তাকে গ্রেফতার করে।

এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী কেওড়া বাগানে তল্লাশী অভিযান চালিয়ে একটি কালো পলিথিন উদ্ধার করে। উক্ত পলিথিন থেকে ২ কেজি,১১২ গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ আইস পেতে সক্ষম হয়।
ধৃত কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।