জাফলংয়ে পর্যটকদের পেটানোর ঘটনায় মামলা

সিলেটের জাফলং পর্যটন কেন্দ্রে টিকিট নিয়ে বাগবিতণ্ডায় পর্যটকদের ওপর স্বেচ্ছাসেবকদের হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে।

ওই হামলায় আহত পর্যটক সুমন সরকার গোয়াইনঘাট থানায় মামলা করেছেন। মামলায় অভিযোগে আটককৃত ৫ জনসহ অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি নজরুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে নারী নির্যাতনসহ বেশ কয়েকটি ধারায় অভিযোগ আনা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে টিকিট কেনা নিয়ে পর্যটকদের সঙ্গে জাফলং পর্যটন কেন্দ্রের কাউন্টারে থাকা উপজেলা প্রশাসনের কর্মীদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে কাউন্টারে থাকা কর্মীরা লাঠিসোটা দিয়ে পর্যটকদের মরধর করেন। এ সময় কয়েকজন নারীকেও লাঞ্ছিত করেন তারা। এ ঘটনায় ৭ জন আহত হন।

এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে অভিযান চালিয়ে পাঁচ হামলাকারীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে গোয়াইনঘাট উপজেলার ইসলামপুর রাধানগরের মো. বাবুল মিয়ার ছেলে মো. সেলিম আহমদ (২১), একই গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে জয়নাল আবেদীন (৪০), একই উপজেলার পশ্চিম জাফলংয়ের পণ্যগ্রামের মৃত রাখাল চন্দ্র দাসের ছেলে লক্ষণ চন্দ্র দাস (২২), জাফলং নয়াবস্তির ইউসুফ মিয়ার ছেলে সোহেল রানা (২১) ও পশ্চিম কালীনগরের মৃত আব্দুল কাদিরের ছেলে নাজিম উদ্দিন (২১)।