টেকনাফে টাকা আত্মসাৎ করার অভিযোগে স্কুল শিক্ষক বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি,টেকনাফ

টেকনাফে অর্থ আত্বসাৎ ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগে টেকনাফ মারিশ বনিয়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

গত ২৫ ডিসেম্বর বিদ্যালয় পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় ।

কমিটির সভাপতি মাস্টার হোছাইন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত ১২ তম অধিবেশনে বরখাস্তের কারণ হিসেবে ২০১৫-২০১৬ অর্থ বছরে শিক্ষক বেতন ভাতা না দেওয়া, বিনা রশিদে শিক্ষার্থীদের বেতনসহ অর্থ আদায়, দৈনন্দিন আয়-ব্যয়ের রেজিস্টার ও মাদার ক্যাশ বই দেখাতে ব্যর্থ হওয়া, নানাবিধ খরচের ভাউচারে গরমিল ছাড়াও
৫ লাখ ৬৪ হাজার ৭৮৫ টাকা আত্নসাৎ করার অভিযোগ প্রমাণিত হয়েছে।

সভায় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনের জন্য শিক্ষা সচিব, মহাপরিচালক, মাধ্যমিক শিক্ষা বিভাগসহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে পত্র প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাস্টার হোছাইন আহমদ। তবে বিদ্যালয়ের সাময়িক বরখাস্ত হওয়া প্রধান শিকার মো: সিরাজুল ইসলাম তার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয় বলে দাবী করেছে।