ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ১৪ রোহিঙ্গা গ্রেপ্তার

কক্সবাজার জার্নাল রিপোর্ট •

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে চলমান বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১৪ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আজ শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত উখিয়ার কুতুপালং ও শফিউল্লাহকাটা রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল দেশীয় অস্ত্র। রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ ও ৮ এপিবিএন সদস্যরা উখিয়ার কুতুপালং ও শফিউল্লাহকাটা রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

পরে তাদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ১৪ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক ও ৮ এপিবিএন অধিনায়ক শিহাব কায়সার খান।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন কুতুপালং ক্যাম্পের কামাল হোসেন, মোহাম্মদ জোবায়ের, শরীফ হোসেন (৩৪) ইউনুস (২৬), মোহাম্মদ নাঈম (৩০), ফয়েজুল ইসলাম (২৬), আহমদ হোসেন (৪১), ইউসুফ নবী (৩২), নূর হাসান (৩০) এবং শফিউল্লাহকাটা রোহিঙ্গা ক্যাম্পের মো. শফিক উল্লাহ (৩৩), আরাফাত উল্লাহ (৩৮), মো. ইউনুস (২৮), রহমত আলী (৩৭) ও মো. নুর কবির (২৯)।

এ সময় তাদের কাছ থেকে দা-ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র জব্দ করা হয়