বিশ্ব পরিবেশ দিবসে পাটুয়ারটেক সৈকতে পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিনিধি :

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উখিয়ার জালিয়াপালংয়ের পাটুয়ারটেক সমুদ্র সৈকতে বর্ণাঢ্য র‍্যালী ও সৈকতে পরিচ্ছনতা অভিযান পরিচালিত হয়েছে।

জালিয়াপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সাহাব উদ্দিনের নেতৃত্বে, রেড ক্রিসেন্ট ও আইএফআরসির সহযোগীতায় সোমবার সকাল ১০ টার দিকে র‍্যালীটি পাটুযারটেক সমুদ্র সৈকত পদক্ষিণ করে।

র‍্যালী শেষে পাটুযারটেক সমুদ্র সৈকতের ময়লা আবর্জনা পরিষ্কার করেন তাঁরা।

সৈকতে পড়ে থাকা প্ল্যাসিকের বোতল, চিপসের প্যাকেটসহ অপচনশীল বিভিন্ন বর্জ্য সৈকত থেকে অপসরাণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেডক্রিসেন্টের প্রতিনিধি মোহাম্মদ আল মুবিন, আইএফআরসির প্রতিনিধি নোবেল চাকমা, পাটোয়ারটেক ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ ইউনুছ, যুবলীগনেতা মোঃ কাসেম, সমাজ সেবক নুরুল আমিন, যুবনেতা মোঃ জয়নাল আবেদিন জয়, সোহেল রানা।

দীপ্ত জাগরণ সংসদের সাধারণ সম্পাদক ও বাপা’র উখিয়া শাখার বনও পরিবেশ সম্পাদক রেজাউল করিমসহ পাটোয়ারটেক সমুদ্র সৈকতের ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন।

এ সময় জালিয়াপালং ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন মোঃ শফিরবিল দীপ্ত জাগরণ সংসদের সদস্যরাও এ কার্যক্রমে অংশ নেন।