পারিবারিক সহিংসতার কারণে মাদকসেবন ও আত্মহত্যার প্রবণতা বেড়েছে

কক্সবাজার জার্নাল ডেস্ক:
পারিবারিক সহিংসতার কারণে দেশে মাদকসেবন ও আত্মহত্যার প্রবণতা বেড়েছে, এমনটাই মনে করেন মানবাধিকার সংগঠন ফাউন্ডেশন ফর ল’ এন্ড ডেভেলপমেন্ট (ফ্লাড) এর চেয়ারপারসন ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ। মঙ্গলবার (৫ জুলাই) কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ একটি ‘ডমেস্টিক ভায়োলেন্স এন্ড মেন্টাল হেলথঃ এভরিবডি’স বিজনেস’ শিরোনামে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।

বিগত দুই বছর হতে কোভিড-১৯ মহামারি প্রাদুর্ভাবের পর থেকে পারিবারিক ও অন্যান্য সহিংসতার বৃদ্ধি পাওয়ার বিষয়ে গুরুত্বারোপ করে সেমিনার আয়োজন করে ফাউন্ডেশন ফর ল’ এন্ড ডেভেলপমেন্ট (ফ্লাড)।

অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ বলেন, ‘পারিবারিক সহিংসতা মাত্র স্বামী-স্ত্রীর মধ্যেই সীমাবদ্ধ নয়, তাতে পরিবারের অন্যান্য সদস্যরাও শিকার হন। সহিংসতার ভিকটিমরা শুধুমাত্র শারীরিকভাবে ক্ষতিগ্রস্থ না, মানসিকভাবেও মারাত্মক বিপর্যস্থ হন। এ কারণে দেশে মাদকসেবন, উচ্ছৃঙ্খলতা ও আত্মহত্যার প্রবণতা বেড়েছে।
বাংলা ট্রিবিউন