প্রত্যাবাসন বাঁধাগ্রস্ত করতে ক্যাম্পে বিক্ষোভ করছে রোহিঙ্গারা

আজিম নিহাদ,সিভয়েস :প্রত্যাবাসন বাঁধাগ্রস্ত করতে ক্যাম্পে বিক্ষোভ করছে রোহিঙ্গারা।

আজ (১৫ নভেম্বর) বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় টেকনাফের উনচিপ্রাং ক্যাম্পের ভেতর বিক্ষোভ শুরু করে তারা।

শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভে অংশ নেওয়া রোহিঙ্গারা ‘এখন আমরা ফিরবো না, গণহত্যার বিচার চায়, নিরাপত্তার নিশ্চয়তা চায়, স্বদেশের জায়গা জমি ফেরত চায়’ বলে স্লোগান দিচ্ছে। তবে বেশিরভাগ রোহিঙ্গা বলছে, তারা এখনই ফেরত যেতে প্রস্তুত নয়।

বাংলাদেশ-মিয়ানমারের গঠিত যৌথ ওয়ার্কিং গ্রুপের তথ্য অনুযায়ী আজ বৃহস্পতিবার রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু হওয়ার কথা রয়েছে। সেই অনুযায়ী প্রস্তুত দু’দেশ। প্রথন দফায় যেসব রোহিঙ্গাদের প্রত্যাবাসন করা হচ্ছে তারা টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

তাদেরকে মিয়ানমার পাঠানো হবে উখিয়ার বালুখালী সংলগ্ন নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের ট্রানজিট পয়েন্ট থেকে। নির্ধারিত সময় অনুযায়ী প্রত্যাবাসনের জন্য উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গাদের নিয়ে আসার জন্য আরআরআরসি অফিসের কয়েকটি বাস সেখানে পৌঁছালে বিক্ষোভ শুরু করে রোহিঙ্গারা।

সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে নানা দাবী তুলে স্লোগান দিচ্ছে রোহিঙ্গারা। এছাড়া রোহিঙ্গাদের বহনের জন্য নিয়ে যাওয়া বাসগুলোকেও ঘিরে রেখেছে তারা।

আরআরআরসি অফিস সূত্রে জানা গেছে, রোহিঙ্গাদের নিয়ে আসার জন্য সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে গেছেন।