উখিয়ায় বাজার ইজারা প্রত্যাশী ভাইদের প্রতি অনুরোধ

আসসালামু আলাইকুম…

আগামী ১৪/০৩/২৩ ইং তারিখ উখিয়া উপজেলার বাজার ইজারা হবে।প্রতিনিয়ত দেখেই আসছি যে বাজার ৩০ হাজার টাকা ছিল সেটি প্রতিযোগিতার কারণে কোটি টাকা দিয়ে নিয়ে নেওয়া হয়।

কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আপনাদের এই প্রতিযোগিতার কারণে অসহায় দিনমজুর যে মানুষগুলো ক্ষেত -খামার করে বাজারে নিয়ে যায় তাদের ৫শ টাকার কোন জিনিস নিয়ে গেলে ১০০ টাকা বাজারে ইজারাদার টাকা দিয়ে দিতে হয়, শুধু তা নয় বিভিন্ন কারণে মিথ্যা মামলার আসামি হতে হয়।

এছাড়াও সিন্ডিকেটের কারণে আরো নানা রকম সমস্যার সৃষ্টি হয়। ফুটপাত ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন দোকানদার থেকে প্রতিনিয়ত মাসের পর মাস টাকা বাড়াতেই থাকে। সারাদিন কষ্ট করে যা ইনকাম হয় তা বাজারেই দিয়ে যেতে হয়। শূন্য পকেটে ফিরতে হয় বাসায়। এমনকি তখন আর বাসার নিত্যপ্রয়োজনীয় জিনিসও কেনার সামর্থ্য থাকেনা। পরিবারের সদস্যদের সামনে মুখ দেখানো যায় না।

এমন অভিযোগ প্রতিনিয়ত সাধারণ ব্যবসায়ীরা করেই যাচ্ছেন। অন্যদিকে অতিরিক্ত ইজারার টাকার দেওয়ার জন্য হয়তো পণ্যের দামও অতিরিক্ত বাড়াতে হয় যা আবার সাধারণ ক্রেতাদের নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা হয়।

অন্যদিকে, উপজেলা প্রশাসনের দরপত্র আহবানের পর থেকে বাজার ইজারাদারদের সর্বোচ্চ দামে বিক্রি করে। ইজারাদাররা প্রতিযোগিতার কারণে অতিরিক্ত দাম বাড়ানোতে তাদের কিছু করার থাকে না। যা সরকারি কোষাগারে জমা হয়। এতে করে কার কি আসলো, গেল বাঁচলো না, মরলো তাদের দেখার বিষয় না।

দিন শেষে আমরা যারা সাধারণ ব্যবসায়ী আছি তাদের অবস্থা বনের নিরহ প্রানীর মতো হয়।

অন্যদিকে এই বাজার গুলো কোটি টাকা ইজারা হলেও নেই কোন ময়লা ফেলার নিদিষ্ট স্থান। এছাড়াও সন্ধা হলে যে যার মতন মাছ নিয়ে বসে যায়, মানুষের হাটা চলার চিন্তা করেনা মোটেও। ফলে জনসাধারণের চলাচলের বিঘ্নতা সৃষ্টি হয়। এতে কোন নিয়মই যেন নেই তাদের জন্য।

তাই আমি বিনীত অনুরোধ করবো এই বাজার ইজারা নেওয়ার চিন্তায় যারা আছেন আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে সবকিছু বিবেচনা করে বাজারের ডাক দিবেন। নিজেদের স্বার্থসিদ্ধি লাভের জন্য অতিরিক্ত দাম দিয়ে বাজার ইজারা নিবেন না। সবকিছু সমন্বয় করে বাজার ইজারা নিবেন। এতে করে সাধারণ ব্যবসায়ীরা বাঁচবে। আর বাঁচবে সাধারণ ক্রেতারা। অন্তত দিনশেষে হাসিমুখে বাড়ি ফিরবেন সবাই।

অন্যথায়, বাজারে কোন ব্যবসায়ীদের সাথে অন্যায় হলে প্রত্যেক ব্যবসায়ী ভাইদের সাথে নিয়ে আমরা আপনাদের বিরুদ্ধে রাস্তায় নামতে বাধ্য হবো।

ইতি আপনাদেরই আপনজন
মো: হারুনুর রশিদ
সাধারণ সম্পাদক
কোটবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি,
কাঁচাবাজার, কোট বাজার উখিয়া কক্সবাজার