দেয়ালের ফাটলে পা পড়তেই শিশুকে কামড় দিল বিষধর সাপ

পেকুয়া প্রতিনিধি •

 

কক্সবাজারের পেকুয়ায় ঘরের দেয়ালের ফাটলে থাকা বিষধর সাপের কামড়ে মো. জিহান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ অক্টোবর) মধ্যরাতে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কক্সবাজার নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

এর আগে বুধবার রাত সাড়ে ৯টায় উপজেলা সদর ইউনিয়নের নন্দীরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জিহান ওই এলাকার মো. সালাহ উদ্দিনের ছেলে।

শিশু জিহানের দাদা আলী আহমদ জানান, বুধবার সন্ধ্যায় বাড়ির উঠানে জিহান খেলা করছিল। তখন পাকা ঘরের দেয়ালের ফাটলে জিহানের পা ঢুকে পড়ে। এ সময় ফাটলের ভেতরে থাকা একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। তাৎক্ষণিক তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রোকেয়া পারভীন তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। পরে কক্সবাজার নিয়ে যাওয়ার পথে শিশু জিহানের মৃত্যু হয়।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিউদ্দিন মাজেদ চৌধুরী বলেন, রোগীকে আমাদের এখানে একটু দেরিতে আনা হয়েছিলো। এতে আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেছি।