বিপিএলে দেশি ক্রিকেট তারকারা কে কোন দলে?

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হচ্ছে আগামী ৫ জানুয়ারি। ইতিমধ্যে সব দলই নিজেদের দল সাজিয়ে ফেলেছে এরই মাঝে।

ঘরোয়া ক্রিকেটে প্রতিনিয়ত নজর কাড়ে কিছু তারকা। আবার অনেকে বিএপিএলে জ্বলে ওঠে সাবার নজরে আসেন এবং সুযোগ পান জাতীয় দলে। তাই দেশের ক্রিকেটে বিপিএলের আসর অনেক গুরুত্বপূর্ণ বলেই মনে করেন ক্রিকেট বোদ্ধারা। জাতীয় দলের তারকা ক্রিকেট খেলোয়াড়রা কে কোন দলের পক্ষে খেলছেন তাই নিয়ে দেশের মানুষের মধ্যেও দেখা যায় বাড়তি আগ্রহ। জাতীয় দলের কোন ক্রিকেটার কোন দলে খেলছে দেখে নেওয়া যাক।

ঢাকা ডায়নামাইটস: সাকিব আল হাসান, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান ঢাকা ডায়নামাইটসের জার্সি গায়ে মাঠে নামবেন।

রাজশাহী কিংস: রাজশাহী কিংসের জার্সি গায়ে খেলেবেন মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মুমিনুল হক, মেহেদী হাসান, ফজলে মাহমুদ, আরাফাত সানী।

খুলনা টাইটানস: মাহমুদউল্লাহ, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম বিপিএলে খুলনা টাইটানসের হয়ে খেলবেন।

চিটাগং ভাইকিংস: মুশফিকুর রহিম, আবু জায়েদ রাহী, মোহাম্মদ আশরাফুল, মোসাদ্দেক হোসেন, নাঈম হাসান, খালেদ আহমেদ এবারের আসরে চিটাগাং ভাইকিংস দলে খেলবেন।

রংপুর রাইডার্স: মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু রংপুর রাইডার্সের হয়ে খেলবেন।

কুমিল্লা ভিক্টোরিয়ানস: কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে লড়বেন তামিম ইকবাল, এনামুল হক, আবু হায়দার, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন।

সিলেট সিক্সার্স: লিটন দাস, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, নাসির হোসেন মাঠে নামবেন সিলেট সিক্সার্স দলের পক্ষে।