মোখা’র সম্ভাব্য ঝুঁকি কমাতে কক্সবাজারে ট্যুরিস্ট পুলিশের মতবিনিময় সভা

ইমরান আল মাহমুদ:
ঘূর্ণিঝড় ‘মোখা’র সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় স্টকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা করেছে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন।

শনিবার(১৩ মে) সকাল ১১টায় কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ হলরুমে পুলিশ সুপার জিললুর রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতি বলেন,” বর্তমানে কক্সবাজারে উপস্থিত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত ও সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা করতে স্টেকহোল্ডারদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। পর্যটকদের নিরাপদ স্থানে অবস্থান রাখা,
যে সকল পর্যটক বুকিং বাতিল করে চলে যেতে চাচ্ছেন, তাদের অগ্রিম প্রদত্ত টাকা ফেরত দিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেয়া। হোটেলে ফার্স্ট এইড প্রদানের ব্যবস্থা রাখা ও পর্যাপ্ত খাবার সংগ্রহে রাখা ইত্যাদি

আলোচনা সভায় কক্সবাজারস্থ হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্টহাউসের প্রতিনিধিবৃন্দ, ট্যুরঅপারেটর এ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।