ময়ূরের বিল থেকে ৩৭ কোটি টাকার আইস জব্দ

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের রেজুপাড়া বিওপি বিশেষ অভিযান চালিয়ে ৭ কেজি ৩৯৬ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়েছে। যার মূল্যে ৩৭ কোটি টাকা।

বুধবার ১০টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনস্হ রেজুপাড়া বিওপির বিশেষ টহল দলের কমান্ডার নায়েক মোঃ বিপুল ইসলাম এর নেতৃত্বে টহল দল কর্তৃক বিওপি হতে আনুঃ ১ কিঃ মিঃ উত্তর দিকে বাংলাদেশের অভ্যন্তরে গর্জনবনিয়া নামক স্থান থেকে মালিক বিহীন অবস্থায় ৭কেজি ৩৯৬ গ্রাম ক্রিস্টাল মেথ আইস আটক করেছে।
ধারণা করা হচ্ছে পাশ্ববর্তী দেশ মিয়ানমার থেকে ঐ মাদক গুলো বাংলাদেশে এনে সুযোগ বুঝে পাছার করে দিত চোরাকারবারিরা কিন্তু স্থানীয় বিজিবির টহল দলের অস্তিত্ব টের পেয়ে মাদক গুলো ফেলে পালিয়ে যায পাচার কাজে জড়িত চক্রটি।

অনেকেই বলেন নাইক্ষ্যংছড়িতে এই প্রথম এত দামি মাদক ধরা পড়লো বিজিবির হাতে, এর আগে নাইক্ষ্যংছড়ি উপজেলার কোথাও এত দামি মাদক আইস আটক হয়নি।

ধারণা করা হচ্ছে আটক আইচ গুলোর বাজার মুল্য ৩৭ কোটি টাকার মত হবে! বিষয়টি নিশ্চিত করেছেন ৩৪ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ সাইফুল ইসলাম।