রোহিঙ্গা শিবির থেকে ইয়াবাসহ মিয়ানমারের মুদ্রা জব্দ

অনলাইন ডেস্ক:

টেকনাফে রোহিঙ্গা শিবিরে ইয়াবাসহ মিয়ানমারের মুদ্রা জব্দ

কক্সবাজারের টেকনাফে জাদিমোড়া রোহিঙ্গা শিবিরে যৌথ অভিযান চালিয়ে ইয়াবা ও মিয়ানমারের ৩২০০ কিয়াট মুদ্রা জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এসব জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইনচার্জ পরিদর্শক মোশারফ হোসেন জানান, দুপুরে সেনাবাহিনী, পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিজিবি ও ব্যাটলিয়ন আনসারের সমন্বয়ে জাদিমোড়া রোহিঙ্গা শিবিরের বি ব্লকে সৈয়দ করিমের বসত বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় ১২৫০ পিস ইয়াবা ও মিয়ানমারের মুদ্রা ৩২০০ কিয়াট জব্দ করা হয়। এ ঘটনায় একজনকে পলাতক আসামি করা হয়েছে। আটক ব্যক্তি হ্নীলা ইউনিয়নের  জাদিমোড়া রোহিঙ্গা শিবিরের, বি-ব্লকের বাসিন্দা এফসিএন নম্বরধারী
মৃত সামছুল হকের ছেলে সৈয়দ করিম(২০)।

এ ঘটনায় উপ পরিদর্শক নাসির উদ্দিন বাদী হয়ে সৈয়দ করিমকে পলাতক আসামি করে থানায় নিয়মিত মামলা দায়ের করেছে।