টেকনাফে ৪০ বোতল মিয়ানমারের বিয়ার উদ্ধার: সিএনজি জব্দ

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •

কক্সবাজার হাইওয়ে পুলিশের অভিযানে ৪০ বোতল ডিয়াবলো বিয়ারসহ একটি সিএনজি আটক করা হয়েছে।

৭ জুন (বুধবার) দুপুর ১টার দিকে কক্সবাজার হাইওয়ে কুমিল্লা রিজিয়নের শাহপুরী হাইওয়ে থানার এসআই মোঃ কামরুল আলমের নেতৃত্বে হাইওয়ে পুলিশের একটি চৌকস টিম কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক সড়কের নয়াপাড়া নামক স্থানে নাম্বারবিহীন একটি সিএনজিকে থামানোর নির্দেশ দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজির চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে সিএনজিটি তল্লাশি করলে চালকের বসার সিটের সামনে একটি বস্তা থেকে ৪০ বোতল মিয়ানমারের ডিয়াবলো বিয়ার উদ্ধার করা হয় এবং সিএনজিটি জব্দ করা হয়।

এ বিষয়ে হাইওয়ে কুমিল্লা রিজিয়ন পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। মাদক পাচারকারীরা যতই ক্ষমতাশালী হোকনা কেন তাদেরকে আইনের আওতায় আনা হবে। কাউকে বিন্দু পরিমাণও ছাড় দেওয়া হবেনা। আর আটক গাড়িটি যথাযথ মামলার কার্যক্রম শেষে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি ।