চট্টগ্রাম • চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পারুয়া বসাক পাড়ায় গভীররাতে আগুনে দগ্ধ হয়ে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে। আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত ১ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রান্নাঘরের চুলা থেকে সৃষ্ট আগুন থেকে ছড়িয়ে পড়ে বলে ফায়ার সার্ভিস ও পুলিশ ধারণা করছে।