ইমরান আল মাহমুদ: গ্রাম বাংলার ঐতিহ্যবাহী “ডাংগুলি” খেলার টু্র্ণামেন্টের যাত্রা শুরু হয় উখিয়া উপজেলার রুমখাঁপালংয়ে। বুধবার(৫ জানুয়ারি) বিকেলে হলদিয়া পালং ইউনিয়নের রুমখাঁ মনি মার্কেট সংলগ্ন মাঠে খেলার সূচনা করেন আমন্ত্রিত অতিথিবৃন্দরা। “আফিফা ডাংগুলি টুর্নামেন্ট”এর উদ্বোধনী ম্যাচে আমন্ত্রিত অতিথিরা বলেন,”গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ডাংগুলি খেলার ঐতিহ্য ধরে রাখতে টুর্নামেন্ট আয়োজন করায়