ইমরান আল মাহমুদ: কক্সবাজারের উখিয়ায় সরকারি পাহাড় কাটার সময় ভোররাতে প্রাণ গেলো তিন শ্রমিকের। ঘটনাটি বুধবার(২৯ মার্চ) ভোর ৪টার দিকে রাজাপালং ইউনিয়নের মুহুরীপাড়া এলাকায় ঘটে। নিহত তিনজনই রোহিঙ্গা বলে জানা যায়। নিহতরা হলেন কুতুপালং ক্যাম্প-১ ইস্টের বি-১ ব্লকের সৈয়দ আকবর,ক্যাম্প-১ ডাব্লিউ সি-১৪ ব্লকের জাহিদ হোসেন ও ক্যাম্প-১৭ এর নুর কবির।
ইমরান আল মাহমুদ: দিন দিন অস্থির হয়ে যাচ্ছে কক্সবাজারের উখিয়ার ক্যাম্পের পরিস্থিতি। প্রতিনিয়ত ঘটছে নানা ঘটনা। বেড়েছে গুলাগুলির ঘটনাও। গতকাল শুক্রবার(৬ জানুয়ারি) উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ৮ ইস্টে গোলাগুলির ঘটনা ঘটে। দুষ্কৃতিকারীদের গুলিতে এক রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়। আহত রোহিঙ্গাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন উখিয়া