ইনানী রয়েল রিসোর্টে পর্যটক রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা

সাইফুল ইসলাম, কক্সবাজার জার্নাল
কক্সবাজারে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেইন্টাইন হিসেবে রিকোজশন করা ইনানীর রয়েল রিসোর্টে পর্যটক রাখার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

২৪ জুলাই (বৃহস্পতিবার) বিকেলের দিকে জেলা প্রশাসকের নির্দেশে পর্যটন সেলের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইমরান জাহিদ খানের নেতৃত্বে ৩৯ আনসার ব্যাটলিয়নের লেন্স নায়ক জুবায়ের এর সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় রিসোর্টে অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিষ্টেট ইমরান জাহিদ খান জানান, করোনার প্রাদুর্ভাবে পর্যটন নিষিদ্ধ কক্সবাজারে স্বাস্থ্যবিধি মেনে চলা পর্যটকদের অনুৎসাহিত করা এবং জনসমাগম এড়িয়ে চলার জন্য এই অভিযান অব্যাহত থাকবে।