কক্সবাজারে ইয়াবাসহ সস্ত্রীক এপিবিএন কর্মকর্তা গ্রেফতার

বিশেষ প্রতিনিধি •

কক্সবাজার শহরে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর এক কর্মকর্তাকে সস্ত্রীক ২০ হাজার ইয়াবা বড়িসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, টেকনাফ ডিএনসি।

ধৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের সমেশপুর মন্ডলবাড়ী এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে রেজাউল করিম (৪৭) এবং তার স্ত্রী মলিনা পাশা (৪৪)।

রেজাউল করিম টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলিখালী রোহিঙ্গা ক্যাম্পের ১৬ এপিবিএন পুলিশ ক্যাম্পে এসআই পদে কর্মরত বলে জানায় একটি নির্ভর‍যোগ্য সূত্র।

শুক্রবার (১৯ মে) রাত সোয়া ১০টায় শহরের কলাতলী মোড়ে গ্রীণ লাইন পরিবহন কাউন্টার থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ ডিএনসির ইন্সপেক্টর তুন্তু মনি চাকমা।

তিনি জানান, ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক কর্মকর্তা মাদকের একটি চালান নিয়ে পরিবহনযোগে ঢাকা রওনা দেওয়ার গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ১০টায় শহরের কলাতলী মোড়ে গ্রীণ লাইন পরিবহন কাউন্টারে অভিযান চালায় ডিএনসি। অভিযানকালে এপিবিএন কর্মকর্তা রেজাউল করিম এর সাথে থাকা একটি তালাবদ্ধ ব্যাগ থেকে ২০ হাজার ইয়াবা ও একটি ওয়াকিটকিসহ রেজাউল ও স্ত্রী মলিনা পাশাকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, ধৃত ব্যক্তি এপিবিএন সদস্য কিনা তা যাচাই-বাছাই করা হচ্ছে। এ ব্যাপারে এপিবিএন পুলিশের সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।

আইনী প্রক্রিয়া শেষে ধৃতদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ডিএনসি’র এই কর্মকর্তা।