উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই:হলদিয়ায় জনসভায় মুকুল

বার্তা পরিবেশক:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মো. শাহ আলম এর নৌকা প্রতীকের সমর্থনে জনসভা আয়োজন করা হয়।

সোমবার(৮ নভেম্বর) দুপুরে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা গরু বাজার মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ইসলামের সভাপতিত্বে আয়োজিত জনসভায় বিভিন্ন ওয়ার্ডের শত শত মানুষের উৎসবমুখর উপস্থিতিতে জনসভা জনসমুদ্রে রূপ নেয়। জনসভায় সভাপতিত্ব করেন হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ইসলাম।

বক্তব্যে কক্সবাজার জেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল বলেন,দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থীদের বিজয়ী করে দেশের উন্নয়ন কর্মযজ্ঞের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। নৌকার বিপক্ষে তথা বর্তমান সরকারের উন্নয়নের বিপক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেকে অবস্থান নিয়েছে। হলদিয়াপালংয়ে যারা নৌকার বিদ্রোহী প্রার্থী হয়েছে তাদের জন্য আওয়ামী লীগের দরজা আজীবন বন্ধ থাকবে। সবাই বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ১১তারিখ নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। সংখ্যালঘুদের নিরাপদে ভোটকেন্দ্রে পৌঁছে দিতে কক্সবাজার জেলা প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভয়ের কোনো কারণ নেই। দল মত নির্বিশেষে সবাই হলদিয়া পালং ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের নিরাপদ নৌকার মাঝি হিসেবে অধ্যক্ষ মো. শাহ আলম কে বিজয়ী করবেন।

তিনি আরও বলেন,এখনও আরও দুদিন সময় আছে। যারা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন তারা সরে দাঁড়িয়ে দলীয় প্রতীকে মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করে উন্নয়নের ধারা অব্যাহত রাখুন। মডেল ইউনিয়ন হিসেবে হলদিয়াকে গড়তে হলে নৌকার বিকল্প নেই।

জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মারুফ আদনান বলেন,উন্নয়নের প্রতীক নৌকা,গণতন্ত্রের প্রতীক নৌকা। আগামী ১১তারিখ হলদিয়া পালং ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মো. শাহ আলম কে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। যে সকল ছাত্রলীগের নেতাকর্মী নৌকার চেয়ারম্যান পদপ্রার্থীর বিপক্ষে কাজ করতেছে তাদের ছাত্রলীগে কোনোদিন জায়গা হবেনা।

চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ মো. শাহ আলম বলেন,বিগত পঞ্চাশ বছর ধরে অবহেলায় পড়ে থাকা হলদিয়া পালং ইউনিয়নে উন্নয়ন কর্মযজ্ঞ চলমান। সরকারি বেসরকারি উন্নয়ন সংস্থার মাধ্যমে অভূতপূর্ব উন্নয়ন অব্যাহত রয়েছে। আগামী ১১তারিখ সকল ভয়ভীতি উপেক্ষা করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় হলদিয়াবাসীর সেবা করার সুযোগ দিবেন।

বক্তব্য রাখেন উখিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ জাহাঙ্গীর আলম, এ্যাডভোকেট মিয়া মো. হোসাইন, এ্যাডভোকেট আব্দুর রহিম,জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসাইন সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।