নিজের মালিকানাধীন রিসোর্টকে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ঘোষণা করলেন সাবেক এমপি বদি

নিজস্ব প্রতিবেদক •


ঘূর্নিঝড় মোখায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও জনগনের জানমাল রক্ষায় নিজের মালিকানাধীন সানরাইজ রিসোর্টকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষনা দিয়েছেন উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ আবদুর রহমান বদি।

গতকাল রাত ১০ টার দিকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষনা দেয়া হয়।

এ ব্যাপারে জানতে চাইলে এমপি বদি বলেন, ইতিমধ্যে আবহাওয়া বার্তায় বলা হয়েছে সম্ভাব্য ঘূর্নিঝড় মোখা আগামী দুয়েক দিনের মধ্যে উপকূলে আঘাত হানতে পারে। আর এই আঘাত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবালদ্বীপ সেন্টমার্টিনে। সেজন্য দ্বীপবাসীর কথা চিন্তা করে এই ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়াও আশ্রয় কেন্দ্রের পাশাপাশি অন্যান্য সহযোগিতাও দেয়া হবে বলে তিনি জানান।

তিনি আরো বলেন, উখিয়া-টেকনাফবাসীকে ঘূর্নিঝড়ের ব্যাপারে সতর্ক থাকারও পরামর্শ দেয়া হয়েছে। তিনি দুর্যোগের পরেও পাশে থাকবেন বলে জানান।