কক্সবাজারে এক ভোটের ব্যবধানে মেম্বার নির্বাচিত হয়েছেন যিনি!

নজরুল ইসলাম, কুতুবদিয়া •

কক্সবাজারের কুতুবদিয়ায় অনুষ্ঠিত সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ ইউনিয়ন পরিষদের নির্বাচনে এক ভোটের ব্যাবধানে মেম্বার নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইলিয়াছ।

তিনি আপেল প্রতীক নিয়ে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ৩ নং ওয়ার্ড থেকে ৬৩৬ ভোট পেয়ে মেম্বার নির্বাচিত হয়েছেন।

তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ ইউনুছ টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ৬৩৫ ভোট। দুই প্রার্থীর তুমুল লড়াইয়ে মাত্র ১ ভোটের ব্যবধানে বিজয় ছিনিয়ে নেন মোহাম্মদ ইলিয়াছ।

জানা যায়, ভোর থেকে ৩ নং ওয়ার্ডের ভোট গ্রহণ করা হয় আফাজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২০০৬। উপস্থিত ভোটার সংখ্যা ১৩৯১। ভোট বাতিল হয়েছে ১০৯ টি।

উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সকল ভোটার, এজেন্ট ও বিভিন্নভাবে সহযোগিতা প্রদানকারী বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজনসহ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন নব নির্বাচিত মেম্বার মোহাম্মদ ইলিয়াছ।

তিনি বলেন, আমি জনগনের সেবা করতে চাই। আমার নির্বাচিত এলাকায় দৃশ্যমান পরিবর্তন করতে চাই। এলাকা থেকে মদক নির্মুল, বাল্যবিবাহ নিরোধ করে শিক্ষার প্রসার করতে কাজ করতে চাই আমি।