ধান কাটছে ছাত্রলীগ-যুবলীগ: দেখা মেলেনি কৃষকলীগ ও কৃষকদলের!

ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল •


এবারের মৌসুমে কৃষকের দুই তিনমাসের কঠোর পরিশ্রমে ফলেছে ফসল। পাঁকা ধান ঘরে তুলতে দেখা দেয় শ্রমিক সংকট। যা উপজেলার সর্বত্র একই চিত্র লক্ষ্য করা যায়। অনেকে রোহিঙ্গা শ্রমিকদের মাধ্যমে ফসল ঘরে তুলছেন।

অন্যদিকে শ্রমিক সংকটে কৃষকদের পাশে দাঁড়িয়েছে রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। বাংলাদেশ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের দেখা যায় কৃষকদের পাশে দাঁড়াতে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা মিলে ফটোসেশানের দৃশ্য। তবে তাদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে কৃষকরা। কিন্তু এ সংকটে ফসলের মাঠে দেখা মেলেনি কৃষকলীগ,কৃষকদল,শ্রমিকদল ও শ্রমিকলীগের কোনো নেতাকর্মীকে। তাই সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে, সংকটে কৃষকদলের কৃষকলীগের কাজ টা কি?

সরেজমিনে দেখা মিলে শ্রমিক সংকটের দৃশ্য। তবে অধিকাংশই ধান ঘরে তুলে নিয়েছেন। সাধারণ মানুষ বলছে,মাঠে আছে ছাত্রলীগ-যুবলীগ, দেখা মেলেনি কৃষকলীগের। জাতীয়তাবাদের ক্ষেত্রে কৃষকদলের কোনো নেতাকর্মীদের দেখা মেলেনি বলে জানান সাধারণ মানুষ।

তবে এমন সংকটময় মুহুর্তে সব রাজনৈতিক দলকে পাশে পেতে চান সাধারণ মানুষ।