রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে যুবক নিহত

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরসা ও আরএসও সন্ত্রাসী গ্রুপের গোলাগুলিতে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১২ মে) বিকেল ৪টার দিকে উখিয়ার পালংখালি জামতলি ক্যাম্প-১৫ এর ব্লক জি/৪ এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম শুক্কুর রহমান (২২)। তিনি উখিয়ার পালংখালি জামতলি ক্যাম্প-১৫ এর ব্লক জি/৪ এর ফয়জুল করিমের ছেলে।

স্থানীয় রোহিঙ্গারা জানান, বিকেল ৪টার দিকে উখিয়ার ১৫ নম্বর ক্যাম্প জামতলি ব্লক ই/৩ তে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরসা ও আরএসও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি শুরু হয়। একপর্যায়ে শুক্কুর রহমান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার ফারুক আহমদ বলেন, জামতলি রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। অস্ত্রধারীদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

উখিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, নিহত যুবকের মরদেহ এপিবিএনের সহায়তায় ক্যাম্প থেকে উদ্ধার করা হয়। সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল ১১মে (বৃহস্পতিবার) উখিয়ার বালুখালি ক্যাম্প-৯ এর এ/৭ ব্লকে কবির আহমেদ (৩৪) নামের এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। কবির আহমেদ উখিয়ার রেজিস্টার্ড ক্যাম্প ব্লক-জি, শেড ৬ নম্বরের আবুল হোসেনের ছেলে।