উখিয়ায় জোরপূর্বক প্রবাসীর জমি দখলের চেষ্টা: থানায় অভিযোগ

বার্তা পরিবেশক •

কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের হাজীরপাড়া গ্রামে জোরপূর্বক বসত ভিটার জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। ওই জমিতে সন্ত্রাসী হামলা চালিয়ে পরিবারের লোকজনকে আহত করে ঘেরা-টেংরা ভেঙ্গে ফেলা হয়েছে। এ ঘটনায় গত ১লা মে (সোমবার) ভুক্তভোগী কাতার প্রবাসী সিরাজুল হক বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।

বাদী সিরাজুল ইসলাম জানান, প্রবাসের কষ্টের টাকায় আমার ক্রয়কৃত জমিতে বাড়ি করে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছিলাম। এমতাবস্থায় আমি প্রবাসে থাকায় আমার জমির উপর লোলুপ দৃষ্টি পড়ে ওই এলাকার মৃত মো: সেকান্দর সওদাগরের পুত্র আবদুর রহমান ও ফরিদ আলমের।

কোন স্বত্ব ছাড়াই তারা আমার জমির কিছু অংশ জবর দখলের চেষ্টা করলে আমি দেশে এসে কক্সবাজার আদালতে একটি মামলা রুজু করি। যার মামলা নং- ৩২/২০২১ইং, ধারা- ফৌঃ কাঃ বিঃ আইনের ১০৭/১১৭(সি)। কিন্তু এতে তারা ক্ষান্ত না হয়ে যেকোন উপায়ে বসত ভিটার জমি জোর দখলে নিতে গত ২৮ এপ্রিল বিকেলে অজ্ঞাতনামা ১০/১২ জন সন্ত্রাসীসহ দেশীয় অস্ত্র নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে বসত ভিটায় এসে ঘেরা-টেংরা ভাংচুর ও লুটপাট চালায়। একপর্যায়ে সিমেন্টের পিলার এনে দখলের অপচেষ্টা করলে তাদের বাঁধা দিলে আমি ও আমার পরিবারের অন্যান্য সদস্যের উপর হামলা চালায় এবং আমাকে হত্যার চেষ্টা করে। পরবর্তীতে স্থানীয়রা এগিয়ে আসলে তারা সটকে পড়ে। পরে বিষয়টি জানিয়ে উখিয়া থানায় আরেকটি অভিযোগ দায়ের করি এবং এ ঘটনার বিষয়ে স্থানীয় চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীকে অবহিত করা হয়।

তিনি আরও বলেন, আমি এখন আমার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় আছি। তারা যেকোন মুহুর্তে জমি জোরদখলে নেওয়ার চেষ্টা করবে। তাই আমি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে আমার পরিবারের জানমালের নিরাপত্তা ও জমি রক্ষার্থে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করছি।