থেমে থাকা ট্রাককে পিকনিক বাসের ধাক্কা, নিহত ২

ডেস্ক রিপোর্ট: বাগেরহাটে খানজাহান আলীর মাজার এলাকায় থেমে থাকা ট্রাককে পিকনিকের বাস ধাক্কা দিলে কলেজছাত্রসহ দু’জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত আট জন। শুক্রবার ভোরে খুলনা-বাগেরহাট মহাসড়কের খানজাহান আলীর মাজার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত দু’জন হলেন- ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ত্রিবেনী গ্রামের মকবুলের ছেলে গরীবুল্লাহ (৪১) ও কাসেমের ছেলে কলেজছাত্র কিবরিয়া (২১)।

আহতদের মধ্যে ত্রিবেনী গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে বসির (৩৭), মেহের আলী মন্ডলের ছেলে আমিরুল ইসলাম (৩৮), মনিরুলের ছেলে রাসেল (২২) এবং মো. মিন্টুর ছেলে আরিফুলের (২১) অবস্থা আশঙ্কাজনক। 

বাগেরহাট সদর থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, পিকনিকের বাসটি ঝিনাইদহের শৈলকূপা থেকে খানজাহান আলীর মাজারে যাচ্ছিলো। ভোরে মাজারের একটু আগে থেমে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই গরীবুল্লাহ নামের একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে গুরুতর আহত চারজনকে নেওয়া হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে কলেজ শিক্ষার্থী কিবরিয়ার মৃত্যু হয়।