পেকুয়ায় জোড়া খুনে পাল্টাপাল্টি মামলা

পেকুয়া প্রতিনিধি :

কক্সবাজারের পেকুয়ায় জোড়া খুনের ঘটনায় পাল্টাপাল্টি দুটি হত্যা মামলা হয়েছে। মামলা দুটিতে ৫৩ জনের নাম উল্লেখসহ ৮৯ জনকে আসামি করা হয়।

পেকুয়া থানার ওসি (তদন্ত) মো.মিজানুর রহমান বলেন, উপজেলার বিলহাচুরায় ওয়াকফ এস্টেটের জমির আধিপত্য বিস্তার নিয়ে ২৩ ফেব্রুয়ারি দুপুরে দু’পক্ষের গোলাগুলির দুইজন নিহত ও ৮জন আহত হন। এসময় সাতটি আগ্নেয়াস্ত্র ছাড়াও বেশ কিছু ধারালো অস্ত্র এবং গাড়ি উদ্ধার করা হয়।  পরের দিন পুলিশ বাদী হয়ে ১৭ জনকে আসামি করে অস্ত্র আইনে মামলা করে। এদের মধ্যে ১২জনকে গ্রেফতার করা হয়েছে।

ওসি আরো বলেন, গুলিতে নিহত নেজাম উদ্দিনের ভাই নাছির উদ্দিন বাদি হয়ে সোমবার রাতে একটি হত্যা মামলা করেছেন। ওই মামলায় ২১ নাম উল্লেখসহ অজ্ঞাত ১৬জনসহ ৩৭জনকে আসামি করা হয়েছে।

অপরদিকে, গুলিতে নিহত আজিজুল হকের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে মঙ্গলবার বিকেলে আরেকটি হত্যা মামলা করেছেন। এই মামলায় ৩২জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০জনসহ ৫২জনকে আসামি করা হয়েছে। দুটি মামলায় আসামি ৮৯ জন।