২৪ ঘন্টার ব্যবধানে গলায় ফাঁস দিয়ে দুজনের আত্মহত্যা

নাজিম উদ্দিন,পেকুয়া •

কক্সবাজারের পেকুয়ায় গলায় ফাঁস দিয়ে ফরিদা বেগম (৬০) নামের এক বৃদ্ধা ও মো.ইরফান (১৮) নামের এক যুবক আত্মহত্যা করেছে।

২৪ ঘন্টার ব্যবধানে তারা পৃথক এলাকায় মৃত্যুবরণ করেন।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের পশ্চিম বাজারপাড়া এলাকা থেকে ফরিদা বেগম ও গেল বুধবার দুপুর আড়াইটার দিকে টইটং ইউনিয়নের গুদিকাটা আলিম্মার ঝিরি এলাকা থেকে ইরফানের পৃথক মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ফরিদা বেগম পশ্চিমবাজার পাড়া এলাকার নুরুল ইসলামের স্ত্রী ও ইরফান গুদিকাটা এলাকার ইউসুফ নুরের ছেলে।

ফরিদা বেগমের ছেলে আব্দু শুক্কুর জানায়,মায়ের সাথে তার স্ত্রীর ঝগড়া হয়। এর জেরে সকালে তারা মা বাবা থেকে আলাদা সংসার শুরু করে। এতে মা অভিমান করে কোন এক সময় ঘরের আড়ার সাথে রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।

অপরদিকে একই কায়দায় আত্নহত্যা করে ইরফান। তার মা কহিনুর আক্তার বলেন,ইরফান ও তার ছোট বোনকে বাড়িতে রেখে কুতুবদিয়ায় গিয়েছিলেন তিনি। ইরফান একজন মানসিক ভারসাম্যহীন রোগি। কোন এক সময় ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে।

পেকুয়া থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ওমর হায়দার বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে।