মাকে নিয়ে পবিত্র ওমরাহ হজ্বে গেলেন বাহাদুর

সংবাদ বিজ্ঞপ্তি :

ফারহান এক্সপ্রেস ট্যুরিজম ও প্রমোদতরী জাহাজ “স্বপ্নতরী “এর স্বত্বাধিকারী হোসাইন ইসলাম বাহাদুর তাঁর মাকে নিয়ে পবিত্র ওমরাহ হজ্ব পালন করতে সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন । তিনি ৫ মার্চ মঙ্গলবার সকাল ১০ টায় কক্সবাজার থেকে বাংলাদেশ এয়ারলাইনস যোগে ঢাকায় যাবেন।ওইদিন বিকাল ৪ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন।

ওমরাহ হজ পালনের উদ্দেশ্য ঢাকা ছাড়ার আগে বাহাদুর বলেন, এবারই প্রথম তিনি ওমরাহ হজ পালনের জন্য মাকে সাথে নিযে যাচ্ছেন।

তরুন এই পর্যটন শিল্প উদ্যােক্তা হোসাইন ইসলাম বাহাদুর বলেন, মাকে নিয়ে ওমরাহ হজ পালনের ইচ্ছে ছিল। এর আগে অনেকবার যাবো যাবো করেও সময় হয়ে ওঠেনি। তাই এবার মাকে নিয়ে যাচ্ছি।

সৌদির মক্কা নগরী থেকে ওমরাহ পালন করে যাবেন মদীনায়। মা কে নিয়ে সহীহ্ভাবে পবিত্র ওমরাহ পালন করে যেন দেশে ফিরতে পারেন সেজন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।

তিনি আরও বললেন, ওমরাহ পালন শেষে দেশে ফিরবো এইমাসেই।

উল্লেখ্য যে, হোসাইন ইসলাম বাহাদুর কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়ার বাসিন্দা। তিনি মরহুম মনির আহাম্মদের সন্তান। তাঁর পিতা মরহুম মনির আহাম্মদ বীর মুক্তিযোদ্ধা। তিনি মুক্তিযুদ্বের সময় বিভিন্ন তথ্য আদানপ্রদান করা সহ প্রয়োজনীয় তথ্য জানার কারণে স্থানীয় লোকজনের নিকট সাংবাদিক হিসেবে পরিচিত লাভ করেন।