মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই-মার্শাল

ইমরান আল মাহমুদঃ
মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে জানিয়েছেন কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল।
রবিবার(১২ ফেব্রুয়ারি) দুপুরে জালিয়াপালং ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জেলা পরিষদের চেয়ারম্যান মার্শাল বলেন,”খেলাধুলা এ অঞ্চলের যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে ক্রীড়া সাহায্য করে। খেলা মানে উচ্ছ্বাস আনন্দ। বর্তমান তরুণ সমাজকে মোবাইল ফোন আসক্তি ও মাদক থেকে দূরে রাখতে এই ধরণের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ্রাম থেকে দেশের অধিকাংশ ফুটবলার জাতীয় দলে উঠে এসেছে।”

জালিয়াপালং ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি অনুপ বড়ুয়া অপু,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহমদ সহ গণমান্য বক্তিবর্গ।