অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন উখিয়ার সাবেক ইউএনও আবু আহমেদ সিদ্দিকী

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন উখিয়া উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা আবু আহমেদ সিদ্দিকী।

গত ১২ই মে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্দ্ধতন নিয়োগ-১ অধিশাখার সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত জারীকৃত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। প্রজ্ঞাপনে এক সাথে ১১৪ কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি করা হয়।

তিনি, ২০০৯ সালে উখিয়া উপজেলার নির্বাহী অফিসার হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছিলেন। পরে বেসামারিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সচিবের একান্ত সচিব, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব, ডাক টেলিযোগাযোগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে যুগ্ন সচিব, পরিবহন সেবা বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয়ে সচিব এবং সরকারি কর্মচারী হাসপাতাল (পরিচালক) হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, তিনি উখিয়ার রত্নাপালং ইউনিয়নের মরহুম গিয়াস উদ্দিন চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র মরহুম খোরশেদ আলম চৌধুরীর কনিষ্ঠ কন্যা কাসফিয়া চৌধুরীর স্বামী।