সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার পথে ৬ রোহিঙ্গা আটক

টেকনাফ প্রতিনিধি •

কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় ৬ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা।

শনিবার (১৯ অক্টোবর) ভোরে টেকনাফের লম্বরী মৎস্যঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক রোহিঙ্গারা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থীশিবিরের বাসিন্দা।

টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রাকিবুল ইসলাম জানান, সকালে লম্বরী এলাকা থেকে অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে তাদের আটক করা হয়। আটক এসব রোহিঙ্গাদের মধ্যে চার নারী ও দুই পুরুষ রয়েছে। পরে তাদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়।